১৪ ফেব্রুয়ারী ২০২২

কবি মাসুদ করিম এর কবিতা




মানুষ হবো কবে
মাসুদ করিম

দড়িতে টান দিলে গলায় 
পড়ে ফাঁস
মুরগি যদি চায়গো হতে 
পারেনা হতে হাস, 
এই জগতে সবি আছে 
মিথ্যার কিছু নাই
আজব জগত আজব মানুষ 
বিশ্বাসের কেও নাই।
ধনে মানে সবাই বড় 
ছোট কেও নাই
আসল বড় বলো তোমরা 
কোথায় গেলে পাই,
নিজকে ভাবি সবার সেরা 
নয়তো আসলে তাই
উপর ওয়ালা দেখে বলেন ভয় 
কি তোদের নাই।
কত আসলে কত গেলো 
জগত সংসারে
কেও কি আর চিরদিন এথায়
থাকতে কি পারে,
জগত টা যে দুই দিনের ই 
ভাবতে যদি পারতাম
খোদার ভয়ে সবাই আমরা
মানুষ যে হতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much