০৭ জানুয়ারী ২০২২

আলোক দাস এর লেখা




মানুষ কোথায় 


 একি খেলা চলছে এখানে, আগেই হোলো স্কুল বন্ধ I 
পানসালা সব খোলাই থাক I  শিক্ষার আর দরকার নেই I এখন হচ্ছে এখানে হীরক রাজার দেশ I ট্রেন চলছে ভিড়ে, মাস্ক নেই কারও মুখে I করোনা এখন ঘরে ঘরে I আসছে গঙ্গাসাগর মেলা I বহু লোক আসবে সাগর তীরে I পুন্য স্বান হবে I কতলোক মরবে পাপে I হাসপাতালে ডাক্তার নেই, তাঁরা সব অসুস্থ হোয়ে ঘরে বন্দি I মেরুদন্ড ভাঙতে হোলে শিশুর, শিক্ষায় আঘাত আনো আগে I আসছে আবার ভোট I মিছিল, মিটিং হোক জোর কদমে I আবার সব হবে গড়ে পাশ I সবাই পাবে একশো I আহা কি মজা I পরীক্ষা বালাই সার I রায় ও মার্টিন তো হাতেই আছে I শিক্ষার হোক বিনাশ I ডোমের পরীক্ষা আবার হবে I জীবন হোক ছন্নচ্ছাড়া I সবাই যাবে হাইকোর্ট I ভোট আমাদের চাই I সবাই বোলবে দেবো কোরে পার্ক, দেবো আলো, দেবো লম্বা রাস্তায় গাছ, দেবো পুকুর, তার ওপরে উড়াল পুল I কলকাতা হবেই তিলোত্তমা I করোনা কিছু ই নয় I আমরাই দেবো মাস্ক I ভোট আমাদের চাই I

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much