০৭ জানুয়ারী ২০২২

কবি সেলিম সেখ এর কবিতা





বৃষ্টি
সেলিম সেখ

জমেছে মেঘ আকাশেতে
ঝরে পড়বে বৃষ্টি হয়ে,
নদী-নালা ভরবে জলে
প্লাবন আনবে লইয়ে।

বৃষ্টির ওই ফোঁটা
পড়বে যখন নিচে,
ভিজাবো মোর দেহখানি
আসবে জ্বর মিছে।

আকাশ ভরা মেঘ দেখি 
হয়েছে যে কালো,
উঠেছে ঝড় পুব দিকে
নিভেছে তাই আলো।

গ্রীষ্মের ওই তপ্ত দুপুরে 
আসেনা ঘুম কারও,
যদি হতো বৃষ্টিপাত
মন চায় ঘুমোতে আরো। 

মরুর বুকে যদি হতো
এক পশলা বৃষ্টি, 
সবুজে  ভরতো সেথা
হতো অনেক প্রাণের সৃষ্টি।

অনাবৃষ্টির ফলে আজ
হচ্ছে অনাবাদী জমি, 
এভাবেই চলতে থাকলে
বাঁচবে ভূমি কমই। 

কোথাও দেখো অতিবৃষ্টি
প্লাবন ডেকে আনে, 
কোথাও দেখো হয়েছে মরু 
অনাবৃষ্টির টানে। 

বৃষ্টির পর সতেজ হাওয়া
দিয়ে যাই মনে দোলা, 
বৃষ্টি শেষে মাটির গন্ধে 
প্রাণ থাকতো মোদের খোলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much