পরম আত্মীয়
মহুয়া চক্রবর্তী
কে আমার আত্মার আত্মীয়
যে কিনা আমার আত্মার সাথে জড়িয়ে আছে
সেই কি আমার পরম আত্মীয়।
পৃথিবীর এই গোলক ধাঁধায়
দিবারাত্রি ঘুরে চলেছে নতুন সম্পর্কের বাঁধনে।
কিন্তু আজও বুঝলাম না কে আমার আত্মার আত্মীয়।
নিত্য দেখি চাঁদের হাটে সম্পর্ক গড়ে আর ভাঙে
সম্পর্ক যে আজ নিছকই খেলনা
যা কিনা দুই পয়সার মূল্য দিয়ে সাঝের হাটে বেচে আর কেনে।
পথে-ঘাটে নিত্যদিন কত সম্পর্ক ঘোরে আশেপাশে,
স্বার্থ ফুরালে সব সম্পর্ক গুলো পালায় নিরুদ্দেশে।
যে আমায় এই পৃথিবীর আলো
দেখিয়েছিলে একদিনসেই আমার পরম আপন আমার গর্ভধারিনী মা
বাকি সব সম্পর্ক গুলো সব টাই ফাঁকা
উপর টাই শুধু চকচকে রঙিন।
একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে' পিতা মাতা
আর যার নাই পিতা-মাতা তার আছে দয়াল বিধাতা।
আরে ও আমার অবুঝ মন
এই পৃথিবীতে কেউ নয় তোমার আপন।
এক মুঠো ভালোবাসার আশায়
অনেকতো ঘুরলে পথে পথে
এবার চলো নিজ নিকেতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much