ঘ্রাণ
খালেদা লিপি
অন্ধজন স্বপ্ন দ্যাখে
যদিও তার স্বপ্ন ঘুরে ফিরে এক জায়গায় স্থির
দেখতে পাওয়ার স্বপ্ন।
বলেছিলো,
পৃথিবীকে দেখতে চাই
যাকে ভালোবাসি তাকে দেখতে চাই
যে আমার ঔরসজাত তাকে দেখতে চাই।
দেখে দেখে সব চিনতে চাই
মানুষ চিনতে চাই
ঘ্রাণে আর কতোটা চেনা যায়
পৃথিবীর সব কিছু ঘ্রাণে চিনে রাখা যায়?
প্রশ্ন শুনে ব্যাকুল হই
দেখতে না পারার জন্য এই যে ব্যাকুলতা সেটা খুব ভাবায়।
ভাবি,দেখে দেখে কতোটা চিনেছি মানুষ কতোটা স্বপ্ন হয়েছে পূরণ কতোটা বাকি!
বরং পৃথিবীর মানুষের ভয়ংকর রূপ দেখে
থমকে গেছি।
দেখতে পাওয়ার যে ভয়াবহতা হয়তো তা থেকে বেঁচে গেছে অন্ধজন।
দেখেও না চেনার বিষাদী আছন্নতা
ঘিরে রেখেছে জীবনকে সেই জীবনে ঘ্রাণ শুঁকে চিনে রাখার ক্ষমতাকে অসীম মনে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much