০৮ জানুয়ারী ২০২২

হালিমা মুক্তা এর টাইম যান /২য় পর্ব





টাইম যান
( ২য় পর্ব ) 
হালিমা মুক্তা

ঠিক দুপুর নিপু তানজিম এর খেলনা গোছাচ্ছে। স্কুল থেকে ফিরে সব এলোমেলো দেখে নিপু তানজিম এর উপর রেগে যায়। আম্মা আম্মা তোমার ছেলে সব এলোমেলো করে রেখেছে সব খেলনা গুলো ছড়িয়ে ছিটিয়ে এ কি করেছে ঘরের অবস্থা দেখে যাও। ডাকাডাকি করছিস কেন পারলে গোছা। নিপুর মায়ের রান্নাঘর থেকে উত্তর। এই তানজিম টা না!নিপু একাই বকবক করছে। আর ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনা গোছাচ্ছে। হঠাৎ নিপুর ভোর বেলার কথা মনে পড়ে যায় সেই হেলিকপ্টার জান এর কথা। নিপু আবারো একটু শিহরিত হয়। কেমন যেন গা ছমছম করে ওঠে। রান্নাঘর থেকে আওয়াজ আসে নিপু তুমি গোসল করে ফ্রেশ হও নামাজের বেলা কিন্তু যায়। নামাজ ,খাওয়া স্যারের পড়া ওহ একটুও শান্তি নেই মায়ের কথা শুনে বিরক্ত মুখ নিয়ে নিপু কল পাড়ের দিকে হাঁটা দেয়। 

নিপু ভালো ছাত্রী কিন্তু পড়াশোনায় অমনোযোগী এটা নিয়ে নিপুর মায়ের কাছে প্রায়ই বকা খেতে হয়। সময়ের কাজ সময়ে করেনা। টাইম এর দিকে কোন খেয়াল নেই। এই মেয়ে বড় হচ্ছে না কি দিন দিন সব বুদ্ধি লোপ পাচ্ছে। কিন্তু তানজিম কে মা কিচ্ছু বলেন না। সারাঘর এলোমেলো করা চিল্লাচিল্লি তো তার আছেই।কিছু বললেই মা বলেন বড় হলে ঠিক হয়ে যাবে। তুমি তোমার কাজ করো। সামনে তোমার পরীক্ষা। এবার ক্লাস ফাইভে উঠবে আর পড়াশোনায় অমনোযোগী হলে হবে না এবার মনোযোগ দাও। নিপু বয়স অনুপাতে একটু হেলদি। তার সবকিছুতেই অমনোযোগী ও একটু স্লো হওয়ার পিছনে বোধহয় এটাই কারণ।

রাতে ভাল ঘুম হয় না নিপুর। কেমন যেন একটা অস্বস্তিতে ভরে উঠছে তার ছোট্ট মন। খানিক এপাশ-ওপাশ করে বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালায়। আসলে একা একা ঘুমানোর অভ্যাস টা এখনো ভালো ভাবে গড়ে ওঠেনি নিপুর। হঠাৎ ওর ছোট্ট কচি মনটা খারাপ হয়ে যায়। এইতো কদিন আগেও তো আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। এখন তানজিম টা বড় হয়ে যাওয়াতে আমাকে এখন! তাছাড়াও মা বলেন তোমার ১০ বৎসর হয়েছে এখন থেকে তোমার আলাদা বিছানায় ঘুমাতে হবে এবং নিয়মিত নামাজ পড়ার অভ্যাস করতে হবে। কিন্তু নিপুর ধারণা ওই তানজিম টাই সব। ওর জন্যই আম্মুর কাছ থেকে তার তাড়াতাড়ি!নাহলে আরো কিছুদিন আম্মুর সাথে ঘুমাতে পারতো সে।

চলবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much