০৮ জানুয়ারী ২০২২

কবি মোঃ ইসমাঈল এর কবিতা







জীবন 

 মোঃ ইসমাঈল



জীবনটা নয় কোনো প্রকারেই ছেলেখেলা
হারিয়ে ফেলিতেছ জীবন থেকে কী সুন্দর বেলা।
চেষ্টা করো শ্রম দিয়ে করতে কিছু জীবনে 
সফল হলে আনন্দ পাবে খুব যে মনে।

জীবনের গতিতে কর্মের পিছনে যাও এগিয়ে
দেখবে নিজ থেকে হঠাৎ অদম্য সাহস আসবে বেরিয়ে।
তখন তুমি পাবে না কোনো কিছুতেই ভয়
কেননা তোমার জন্যই অপেক্ষা করিতেছে বিজয়।

জীবন মানেই নয় কোনো প্রকার যন্ত্রণা
যদি তুমি এড়িয়ে চলতে পারো সকল কুমন্ত্রণা।
উপভোগ করতে চেষ্টা করো সুন্দর এই জীবনটাকে
হাসি-খুশি আর আনন্দ দিয়ে সতেজ রেখো মনটাকে। 

জীবনে থাকতে পারে অনেক ব্যর্থতা
পরিশ্রমের মাঝেই আবার ফিরে পাবে সফলতা।
নিজেকে রাখতে হবে সবসময় নমনীয় 
ধারন করতে হবে এমন একটা চরিত্র, যেটা হবে দুর্দমনীয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much