বিপ্রতীপ বাসনা
জীবনের বিপরীত স্রোতে
বহতা নদীর মুখোমুখি
তুমি আমি দাঁড়িয়ে।
বিশালাক্ষীর বিশালতায়
কতবার চেয়েছি,
অযাচিতভাবে হলেও,
কোন এক মধ্যদুপুরের কোলাহলে
তোমাকে খুঁজে পাবো জনারণ্যে।
পথের ঠিকানা খুঁজবো বলে
কতো বিনিদ্র রাত আমি
জেগে ছিলাম
অমাবস্যার দিকে চেয়ে।
দুচোখ বুঁজে স্বপ্নের পথ ধরে হেঁটে
গেছি আমি দূর বহুদূরে।
মোহনায় মিশে যাওয়া
নদীর টলটলে জলের প্রতিবিম্বে
আমি খুঁজে পেতে চেয়েছি,তোমার মুখ।
চাঁদনী রাতের রূপোলী আলোর ঝলকে
আমি হারিয়ে ফেলেছি, স্বপ্ন দেখার চোখ।
ভুলেই গিয়েছিলেম,স্রোতের বিপ্রতীপে
আমাদের নিয়তি, প্রত্যক্ষ প্রত্যয়ে দাঁড়িয়ে।
এতটুকু জীবনে, এতো বড় দিনগুলোকে
রূপান্তর করে আমি বেঁচে আছি,
জলের নীচে পাথরচাপা শ্যাওলা হয়ে।
হায়-তৃষিত হৃদয়
কথোপকথন হয় কি,পাথর চাপা জীবনে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much