০৬ ডিসেম্বর ২০২১

রুকসানা রহমান




থমকে যাওয়া বাসস্টপে


ব্যস্ত জীবন তবুও যদি আমার রোডের সামনে এসে থমকে যাওয়া বাসস্টপে,নাহয় একটু দেখে যেও চোখের তাঁরায়
এই তোমাকে...! 

শরীর জুড়ে বৃষ্টি নামা অভিমানী নিরব নদীর খবর শুনে পড়িমরি...
অচেতন এই দেহখানি রেখো ধরে বুকের কাছে 
চোখের কোনায় শুকনো জলের চিহ্ন মুছে,আলতো হাতে সুরমা এঁকো। 

যখন একলা হবে ছুটোনা আর দিশেহারা,হয়তো তখন পড়বে মনে
ধানের শীষে রোদ বিছিয়ে
সূর্য দিয়েছিলে।

হঠাৎ তখন গুমরে ওঠা কান্না যদি ভীষণ কষ্টো...
জানালার ঐ-পাল্লা খুলে
ট্যালিপ্যাথি করে দেখো
নীল আকাশের অনিঃশেষের জংশনে একলা এক ধ্রুবতারা প্রতিক্ষায়..!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much