তোকে দেখব বলেই জেগে থাকি
তোকে দেখবো বলেই জেগে থাকি
অনন্ত পথের থেকে
নিস্তব্ধ গ্যালাক্সি থেকে
যে আলো ছাপিয়ে পড়ে
তোর চোখে মুখে চিবুকে
সেখানে সুখ হাঁটু মুড়ে বসে
খেলা করে বিষাদের সুরে
তারপর
বিনম্র চোখের ভাষায়
ডুবে যাই, গভীর সমুদ্র ঠিক
এ শরীরী আদরের ভাঁজে
আত্মার মিলনকে ছুঁই
চেনা কুয়াশায় ঘেরা চাদরে
বাকবিতণ্ডা নেই, মিশে থাকি
আমি আর
এক বুক তুই
হেঁটে গেছে কালো শোক
এই মৃত্যু উপত্যকা
ঘটে যাওয়া ভবিতব্যের
সাহস ছিনিয়ে নিতে পারে না
কেবল তুমি এবং তোমার ঐশ্চর্য্যের থেকে
এখন বেঁচে থাকা বলতে বুনো মেঘ
যেখানে ঈশ্বর আসেন
তোমার এবং আমার কষ্টগুলো
নিজের বুকে যত্নে রেখেও
অদ্ভুত রহস্যে হাসেন
সব নিয়মের বাইরে কোনো গণ্ডি থাকে না
এই বিষপান
অথবা ত্রিভুজাকৃতি মৃত্যুর যে সোপান
সন্ধ্যায় উঠে এসেছিল
এই রাতের স্তব্ধতায়
ভুলবশত নয় আদৌ, তোমার আনুগত্যে
বহুদূর হেঁটে গেছে কালো শোক
এখন কি আমরা এক হতে পারি না?
জারিজুরি
অভিজ্ঞতায় হাসতে হাসতে বন্য হাঁস উঠে এলে
মেছো বক ঝাঁক বেঁধে ভালোবাসার গল্প বোনে।
কয়েকদিনের ছন্নছাড়া সময় নিয়ে
উঠে বসি
ব্যালকনিতে।
এখন রোদ্দুর নেই
রাস্তায় দৃষ্টি দাঁড় করিয়ে রেখে
নেমে আসে আলো বাতাসের রূপকথা।
তারপর শুকনো অত্যাচারে দিকভ্রম
মাছরাঙার গায়ে তখন অনির্দিষ্ট রঙের জারিজুরি।
Awesome
উত্তরমুছুনগুচ্ছ কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরো অনেক কবিতা পড়ার ইচ্ছে থাকলো। কবিকে ধন্যবাদ
উত্তরমুছুনতিন টি কবিতায় সুন্দর
উত্তরমুছুনKhub bhalo laglo kabita ,
উত্তরমুছুনPatrikar sampadaok o kabi k amar poksho theke shubho kamona jani .
আপনার প্রতিটি কবিতা পড়লাম । অসাধারণ শব্দবিন্যাস অসাধারণ অনুভবকে গ্রন্থিত করেছেন । অনেক শুভকামনা রইল আপনার জন্য 🙏🙏🙏🙏
উত্তরমুছুন