একবার শুধু ভালবেসেই দ্যাখ
একবার ভালবেসেই দ্যাখ না আমায়!
ভালবাসলে গড়ে নেবো একতাল মাটি
থেকে ছোট্টো সোনার সংসার,
আসমান ভরা মেঘের উদর থেকে
নামাবো বৃষ্টিজল, শক্ত হাতে লাঙলের
ফলায় মাটিকে এফোঁড়ওফোঁড় করে
করবো চাষাবাদ, তুলবো ঘরে সুগন্ধি
রাতাবোরো ধান, সব্জিআনাজ, সরিষার
ক্ষেতের হলুদ ফুলে ফুলে কার্পেট বিছিয়ে
দেবো তোমার জন্য, তোমার জন্য ফলাবো
নদীর বুকে জেগে ওঠা নতুন চরের মাটিতে
লাল রসে ভরা মিষ্টি তরমুজ সহ আরো
কতো কি! একবার শুধু ভালবেসেই দ্যাখ!
জানো তো, ভালবাসা পেলে পুরুষ মানুষ
হয়ে যায় পাহাড়ের মতো অটল বিশ্বাসে
আর আকাশের মতে উদার এবং
ভালবাসলে সব নারীই খরস্রোতা কোনো
প্রবহমান নদীর মতো হয়ে যায়!
আমি চাই ভালবেসে আমরা দুজনে মিলে
এই সুন্দর পৃথিবীর বুকে পাহাড়, আকাশ
আর নদী হয়ে যাবো!
চলো না, ভালবাসি! একসাথে মিলেমিশে
গড়ে তুলি আমাদের এই সুন্দর
সাধের পৃথিবী আবার নতুন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much