২৫ ডিসেম্বর ২০২১

সেলিম সেখ





বড়দিন




বছর শেষে আসলো রে ভাই
খুশির এই বড়দিন,
তাইতো সবাই নেচে গেয়ে
করছি তা ধিন ধিন।

রাস্তার ধারে দেখি আজ
বসেছে কত দোকান,
সারি সারি রেখেছে কেক
বাজছে খুশির গান।

আমার শহর সেজেছে আজ
বড়দিন বলে তাই,
তাই তো মোদের মন যে আজ
খুশির গীত গাই।

বড়দিনে বন্ধুরা সকলে
দিচ্ছে সুদূর পাড়ি,
নদীর ধারে করবে রান্না
নিয়েছে সঙ্গে তাই হাঁড়ি।

খুশির এই বড়দিন
কাটুক সবার ভালো,
সকল বিভেদ ভুলে গিয়ে
খুশির প্রদীপ জ্বালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much