দেখা দাও হে প্রিয়
আমি কল্পনায় তোমাকে খুজি
যদি করো তুমি প্রকাশ
তবেই তো ছুঁতে পারবো তোমার আকাশ
দেখিনি তবে-সরাসরি এ ভবে
দেখা দাও হে প্রিয় এই আমাকে
রাখিবো তোমাকে হৃদয়ে এঁকে
তুমি হয়ে থেকো আমার পাখি
আমি তোমায় খাঁচায় বন্দী করে রাখি
যখনই করিবে তুমি প্রকাশ
পূর্ণতা পাবে আমার আকাশ
হাহাকারের জৎগ বরই বেদনাময়
তুমি আমার শূন্য খাঁচায় বন্দী হয়ে
খাচাটাকে করে দাও পরিপূর্ণ
তোমার কল্পনায় কাটে আমার দিবানিশি বেলা
তুমি যে নারী ভালোবাসার খেলা
তোমার তরে উজার করে দিব আমার সব
তোমার উপস্থিতি আমার ভিতর মুক্তির কামিনী
যখন আমি তোমাকে নিয়ে ভাবি
আমার ভিতরে তখন অনেক কিছু আঁকি
যদি না রাখো তুমি ভিতরে শরম
আমি পরিপূর্ণ ভক্তি দিয়ে তোমাকে করিব বরণ
দুজনার দুটি মন গড়ে নিব এক
জৎগ এর মানুষ দেখরে এবার দেখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much