ক্লেদাক্ত হৃদয়ের বিষাদভরা চিত্র
ঝরনার সমতলে নেমে আসা পায়ের নূপুর
হঠাৎ থমকে গিয়ে নুড়িপাথরের সঙ্গে কাদাপানি মিশে যাওয়ার দৃশ্য ! যেন কোনো চলচ্চিত্রের দৃশ্যায়ন
ওর কি প্রাণ আছিল ? বুক ধুকপুক করছিল ? চোখ ফুটছিল কি বিরতি নেওয়ার ক্ষণে
পাপ, পাপ। কী অলঙ্ঘনীয় পাপের বোঝা পায়েলের আত্মাজুড়ে
দুই হাত ভরা রক্তের দাগ ! নিষ্পাপ নিষ্কলঙ্ক ভালোবাসার রক্ত !সে কখনো জানবে না কেন কখন হত্যা করা হয়েছে
‘প্রেমের ক্ষত’ , স্বর্গের বারান্দায় চতুর্দিকে যখন ঘিরে ধরবে? ঘৃণা করবে? তখনও কি মনে পড়বে বলবে ওহ্, ঈশ্বর কি আমায় ক্ষমা করবেন ? হায় ঈশ্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much