২৩ ডিসেম্বর ২০২১

কবি সালমা খান এর কবিতা




উড়ো চুল




এলোমেলো উড়ো 
হাওয়ায়, 
ঝাঁকড়া চুল?
তুমি আমার
ভোরের আলোয়
শুভ্র ঘাসফুল।
কখনো কি মনে 
পড়েছে আমায় ?
যদি মনে পড়ে
চিঠি লিখো
গোপনে, 
উড়ো নামে
সবুজ খামে,
ওতে শিশির 
দিও এক 
ফোঁটা,
কচি ঘাসের
ডগায়,
ভোরের আলোয় 
শুষে নেব, 
সূর্যের রঙে
সিঁদুর আভায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much