ইউএন মিশনে হাইতিতে গমন ১২তম পর্ব
মোঃ হাবিবুর রহমান
যাত্রার শুরু থেকে শেষাবধি প্রতিটি ভ্রমণেই প্রতিদিনই ইউএসএর সার্জেন্টরা আমাদের যাত্রায় সঙ্গী হ'তেন। চলার পথে তাদের দেশের সেনাবাহিনী সম্বন্ধে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করা ছাড়াও পরস্পর ভাব বিনিময় ছিল যেন প্রতিদিনের রুটিন একটা কাজ। পকেট ভর্তি স্মৃতি তৈরী হ'য়েছিলো যা খন্ডাকারে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ্।
একটি কথা তাদের রাজধানী সানজোয়ান সম্বন্ধে না ব'ললে বুঝি ঠিক যেন এক ধরনের অবিচারই করা হবে। ঐ যে শুরুর দিকে আগেই ব'লেছিলাম যে, এখানকার মেয়েরা গাড়ী চালায় আর জোয়ান জোয়ান বেটা ছেলেরা পাশে বসে শুধু জাবর কাটায়।
কিছু সামাজিক রীতিনীতি আছে যেগুলো বিভিন্ন সময় আমরা রাস্তায় ও বিভিন্ন পার্কে বসে প্রত্যক্ষ ক'রেছি যা লজ্জায় এই মূহুর্তে ঠিক ব'লতেও পারবো বা লিখতেও পারবো না, তাই আমি আগেভাগেই মাফ চেয়ে নিচ্ছি। তবে সুন্দর ব্যাপারটি হলো যে, সানজোয়ান নগরীটির সৌন্দর্য্য সত্যিই চোখ-জোড়ানো এবং নয়নাভিরাম। সর্বদা যেন মন ছুঁয়ে যায়।
সৃষ্টিকর্তা আল্লাহতায়া'লার দেওয়া বুদ্ধিতেই মানুষের সৃষ্টি এ নগরী যেন অপূর্ব ঠিক কেউ বুঝি নিজ চোখে না দেখলে তা বর্ণনা ক'রে বুঝানো সম্ভবপর নয়।
সারি সারি অট্টালিকা যেন রশি ধরে লাইন সোজা ক'রে যোগ্য ইঞ্জিনিয়ার সাহেবরা নিজেরা সর্বদা সার্বক্ষণিক হাজির থেকে অতি সযত্নে সেগুলো তৈরী ক'রেছে আর কি! অদ্ভূত ব্যাপার হলো, প্রতিটি গগনচুম্বী অট্টালিকার প্রতিটি ফ্লোরে প্রাইভেট গাড়ীসমূহ হরহামেশা সহজেই উঠতেও পারে আবার নামতেও পারে তাই যাত্রীরা যেন মহাসুখী।
আর এদের আমোদ-প্রমোদের ধরনই যেন অন্য রকম। সে সবই এখন স্মৃতি। পথ-পরিক্রমায় বোধ ক'রি বিশ্বায়নের যুগে নিশ্চয়ই এতদিনে সানজুয়ানদের আরও বুঝি এক ধাপ উন্নতি হ'য়েছে এরই মধ্যে।
একটা মজার কথা মনে পড়ে গেলো এমূহুর্তে। আমরা বেশ কয়েকজন অফিসার মিলে হঠাৎ ক'রেই খায়েস ক'রলাম যে, প্রত্যেকে এক ডলার করে সানজুয়ানের যেকোন একজন ফকিরকে ভিক্ষা দেবো। আর যাবে কয়? যে কথা সেই কাজ। তাই শুরু হ'য়ে গেলো আমাদের পদব্রজে ফকির খোঁজা অভিযান।
ফকির আদতেই এ শহরে নেই, নাকি ইদানিং ফকির উচ্ছেদ অভিযান পরিচালনা ক'রে এই দেশের সরকার কর্তৃক অন্যত্র সরিয়ে নেওয়া হ'য়েছে তা নিয়ে মোটামোটি একটা বিশ্লেষণধর্মী তাত্ত্বিকতা যেন মূহুর্তের মধ্যে শুরু হ'য়ে গিয়েছিলো রীতিমত আমাদের ফকির অনুসন্ধানকারী দলের মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much