২৩ ডিসেম্বর ২০২১

মোঃ আরিফ রেজা।





একাকীত্ব 


সেদিন গোধূলীর লগ্নে দাঁড়িয়ে ছিলাম, 
ধুলোয় মলিন মলাটে হিজল গাছের নীচে।

একাকীত্ব মন বিদায়ের বারতা নিয়ে আসে রুদ্ধশ্বাসে! 
পড়ন্ত বিকেলের রঙ্গিন হাতছানি। 

ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি-- জল ভরা চোখে,
খাম-খেয়ালীপনার অবচেতন মনে।

হৃদস্পন্দন কিটকিট করে উঠে ভাবনার অন্তরালে।

আমার দিবা সেজেছে রক্তিম আলোর ঝলকানিতে,
সেখানে দাগ দিতে গিয়ে উড়ে যায় সর্বনাশা ঝড়ে। 

হৃদয় স্পর্শ না করার কি অসহ্য যন্ত্রণা দগ্ধ করে আমাকে। 

বারবার চুমু দিতে যায় লাল দু'টি ঠোঁটে।

মোহময়ী স্নিগ্ধ হাওয়ায় উথালপাতাল করে স্রোতস্বিনী,
পাখির দল ফিরে আসে তার আপন ঠিকানায়। 

সৃষ্টিলোকের অপার লীলা বুঝিনা আমি।

বাড়িয়ে দিয়েছি আমি দু'হাত প্রসারিত করে অবগহন মনে! 

আমি নিশ্চিত, হারিয়ে যাবে তুমি ক্ষুদ্রাকার পিপীলিকার মত।

তবুও বলবো, তুমি ধরা দিয়ে যাও, অনিবার্য আমার কবিতা হয়ে
যাব আমি তোমার সনে।

দিবা-আজ পরম শুণ্যতার হাওয়ায় ভাসে কালের হলে
মহা সমুদ্রের গর্জনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much