ছবি
যখন ঠিক সন্ধ্যে হয়ে আসে
যখন শেষ বেলার গোধূলির রং রাঙিয়ে দিয়ে আকাশ বলে,
"দ্যাখ.. আজ তোর প্রিয় রঙে সেজেছি",
যখন ক্লান্ত পাখিরা ফিরে আসে নীড়ের টানে -
তখন কেন কান্না পায় জানিনা
তখন বড়ো মন কেমন করে।
আচ্ছা... মন কেমনের রঙ কেমন হয় বলতো..?
কালো, ধুসর না বাদামি?
নাকি অন্য কিছু..!
আমাকে একটা মন কেমনের ছবি এঁকে দিবি?
ভালোবাসা
ভালোবাসা গন্ধ-রুমাল বুকের খাঁজে রাখা
ভালোবাসা বেলের কুঁড়ি পাতার ঘোমটা ঢাকা।
ভালোবাসা হারিয়ে আবার নতুন করে পাওয়া
ভালোবাসা মন-কেমনের গল্পে ডুবে যাওয়া।
ভালোবাসা স্বপ্ন-উড়ান বৃষ্টি-মাখা ভোরে
ভালোবাসা আঁকড়ে ধরা উথালপাথাল ঝড়ে।
ভালোবাসা আদর-গভীর অনুভূতির ভাষা
ভালোবাসা কষ্ট পেয়ে চোখের জলে ভাসা।
ভালোবাসা গলার কাছে আটকে থাকা ব্যথা
ভালোবাসা কাজল-চোখের নিঃশব্দের কথা।
ভালোবাসা বিষম জ্বরে মায়ের শীতল হাত
ভালোবাসা আকূল আবেগ জীবনভরা সাথ।
তুমি ছুঁয়ে দিলে ...
তুমি ছুঁয়ে দিলে আগুন হয়ে যাই,
ইচ্ছে করে, যা কিছু খারাপ সব পুড়িয়ে ছাই করে দিই।
সমাজের দুর্গন্ধময় ক্লেদ, অবজ্ঞা, অবহেলা,
ষড়যন্ত্র, পাপ, অবিচার - সবকিছু।
ডানা মেলি ফিনিক্স পাখির মতো দিগন্তরেখায়।
তুমি ছুঁয়ে দিলে প্লাবন হয়ে যাই,
এলোমেলো ঘুর্নিঝড়ে ভাসিয়ে নিয়ে যাই সবকিছু।
ব্জ্রমেঘের অশনিসঙ্কেত হয়ে গর্জে উঠি
আশঙ্কায় ভয়ে ত্রস্ত হয়ে থাকে জগৎ-সংসার।
বিধ্বংসী ঝড়ের শেষে নতুন করে প্রাণ পায় প্রকৃতি।
এবার যদি আর একবার তুমি ছুঁয়ে দাও-
সত্যি বলছি, এবার ছুঁয়ে দিলে ভালোবাসা হয়ে যাবো।
হারিয়ে যাওয়া আমি
আমার মন-কেমন শহরের দেওয়ালে
পড়েছে তোমার নিখোঁজের পোস্টার
বুকে সাঁটা পেরেক নিয়ে দাঁড়িয়ে আছে
সেই বটগাছ.. দুহাত উপরে তুলে।
হঠাৎ ঝড়ের দমকা হাওয়ায় নিবে গেছে সব আলো..
তাতে কী..?
আজকাল আলো নিবে গেলে জ্বেলে দিই মন।
জ্বলতে জ্বলতেই মনটা কেমন আলো হয়ে যায়।
আগুনে পুড়েছো কখনো..?
তুঁষের আগুনের ধিকিধিকি আঁচে ঝলসানো মন
ছুঁয়ে দেখেছো কখনো..?
হয়তো দেখেছো। তাই বোধহয় এই চেনা পোড়া গন্ধ
ছুঁয়ে গেছে তোমাকে বারবার।
উথালপাথাল বৃষ্টির জলে ধুয়ে গেছে রং মাখা মুখ
সে মুখ এখন বিবর্ণ সুন্দর - চাঁদের আলোর মতো
জ্যোৎস্নার স্নিগ্ধতার আভা আমার ভালোবাসায়।
যদি আমি হারিয়ে যাই কোনো দিন ঝরা
গোলাপের পাপড়ির সাথে বৃষ্টি ধারার স্রোতে
আমাকে খুঁজে নিও এই জ্যোৎস্নার বিবর্ণ আলোতে
তোমারই শরীরের ঘ্রাণে তোমারই প্রশ্বাসের টানে
হাত দিয়ে ছুঁয়ে দেখো বুকে
আমি আছি জড়িয়ে তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much