০৯ ডিসেম্বর ২০২১

শামরুজ জবা





স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি,
বীর বাঙ্গালীর কাঙ্ক্ষিত ফসল,
শরতের জোছনা ভরা রাতে আলোর ঝলমল। 
স্বাধীনতা তুমি,
বীরাঙ্গনা মা- বোনের ইজ্জ্বতের আবরণ,
বঙ্গজননীর  মায়াভরা আবেগি দৃষ্টির চাহুনি ছলছল।

স্বাধীনতা তুমি, 
লাখো শহীদের রক্তে রঞ্জিত লালসূর্য, 
লড়াকু বাঙ্গালীর অধিকার আদায়ের রণতূর্য। 
স্বাধীনতা তুমি, 
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রতীক, 
শত্রু হননে, মুক্তি পাগল বাঙালির বীর গাম্ভীর্য। 

স্বাধীনতা তুমি,
জাতির জনক বঙ্গবন্ধুর দীর্ঘ লালিত দেশ গড়া স্বপ্ন, 
বেদনাহত বাংলা মায়ের মুখে  বিজয়ী দীর্ঘশ্বাস।
স্বাধীনতা তুমি,
মুক্তিসেনার বিজয়ের আনন্দ উল্লাস,
অধিকার নিয়ে বেঁচে থাকার দৃঢ় আত্মবিশ্বাস। 

স্বাধীনতা তুমি, 
গাঢ় সবুজের মাঝে লালবৃত্ত খচিত পতাকা,
বাংলার রক্তিম সীমারেখা - বিশ্ব মানচিত্রে আঁকা।
স্বাধীনতা তুমি 
ষোড়শী কন্যার কৌশলী বীরাঙ্গনায়, 
নিজেকে মেলেধরা,
শত্রু কপোকাতে হাসির লাল ঠুঁট বাঁকা।

স্বাধীনতা তুমি 
অথৈজলে নববধূর অবাধ সাঁতার, 
পড়ন্ত বিকেলে কুটিরে বসে,
উদাস মনে গুণগুণ গান।
স্বাধীনতা তুমি 
আবাল-বৃদ্ধের বাঁচার সমঅধিকার,
দেশ শাসনে আলোচনা- সমালোচনা,
গণতান্ত্র প্রতিষ্ঠায় কথা বলা মুক্ত প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much