মা
মায়ের বক্ষ দুধের মূল্য
কেমনে কে দিবে পৃখিবীতে নেই তার তূল্য।
মায়ের এক ফোঁটা রক্তের দাম,
মিটবে না দিলেও গোটা পৃথিবীর গায়ের ছাম।
মায়ের এক ডেল প্রসব বেদনার কষ্ট,
শোধ দিতে পারবে না কোনদিন; করলেও মাটির স্বর্গ সৃষ্ট।
মায়ের এক চুমুক আদর- সোহাগের যত্ন,
দাম শোধ দিতে পারে; মর্ত্যে নেই এমন কোন রত্ন!
সারা জীবন সন্তানের জন্য মায়ের বুকের হাহাকার,
এরকম ভালোবাসা একজীবনে দিতে পারে এমন কে আছে আর?
মা আমার মা, ওগো মা,ও জননী জন্মান্তর,
এখন আমি ছোট্ট নই,বড় হয়েছি,থাকো এই
বুকেরই উপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much