মায়ের চিঠি
খোকা, বাড়ির সাবার সাথে কেমন আছিস, আমারও বেশ কাটছে দিন বৃদ্বাশ্রমে। প্রতিমাসে একবারও কি আসা যায়না খোকা, আমাকে একটু খানি দেখতে কি ইচ্ছা করেনা ? তুই কি বুঝিছনা তুই চোখের সামনে না থাকলে আমি কতটা অস্হির হতাম, পৃথিবী অন্ধকার হয়ে যেতো, আজও হয় মায়ের মনতো বাধঁন ছিঁড়তে পারিনা, আজও এখানে তোর পথ চেয়ে থাকি, সন্ধা গুলো কাটতে চায়না, দাদু ভাইকে নিয়ে সময় কাটানোর সেই সময় গুলো খুব মনে পরে।
যাক বউমা কেমন আছে ? আমার রুমে তো বউমার বোনের পড়াশোনার জন্য জায়গা করে দিলি, আমার জায়গা হলো বৃদ্বাশ্রমে। নিশ্চয় ওর পরিক্ষা ভালো হয়েছে।
সত্যি কথা বলতে কি খোকা জানিস সংসারে যখন কেউ যখন বোঝা হয়ে তখন হয়তো নিজেকেই নিজের মাঝে মাঝে বোঝা মনে হয়।
ভালো থাকিস সুখে থাকিস দোয়া রইলো খোকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much