অভিমান
অভিমানেরও নিজস্ব বারান্দা আছে.....
অনুভব ক্রুদ্ধ হলে,মাশরুমের মত মেলে ধরি
অবুঝ ডানা
ঠিক তখন মানস উপবন বেয়ে একদল দুর্বৃত্ত
ছুটিয়ে যায়___হোর্ডিঙে আঁকা নীল ঘোড়া
তারপর শহরটা নিকটস্থ হলে
ডাইরি থেকে তুলে আনি,ঈশ্বরকে লেখা
যাবতীয় শব্দাবলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much