২৬ ডিসেম্বর ২০২১

কবি শারমিন সুলতানা'র কবিতা




হয়তো একদিন 

শারমিন সুলতানা 


আমিও মানুষ আমারও মন খারাপ হয় তাই
বেশি ভালোবাসি বলেই হয়তো
বেশি কষ্ট পাই।

তোমাকে পাবো আশ্বাসে বিশ্বাসে
এ টুকুইতো চাওয়া ছিলো রাই
কষ্টে ভরিয়ে দিবে জানি তবুও
ইচ্ছে করেই তোমাতে হারাই।

অবহেলার বিনিময়ে খুব করে ভালোবাসি 
একা আমারই যেনো দায়,
হয়তো একদিন বুঝবে ঠিকই
তখন দেরি না হয়ে যায়

দুর অজানায় হারিয়ে যাবো 
সবকিছু ছিন্ন করে হায়
তেপান্তরে পারি জমাবো চিরতরে 
খুঁজবে শুধু এই আমায়।

সকল সুখ হোক যে তোমার
ভালো থেকো প্রাণের সই
এক বুক দীর্ঘশ্বাস নিয়ে না হয়
আমিই মাটির বহরে পরে রই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much