২৬ ডিসেম্বর ২০২১

মতিয়ার মিল্টন





ক্যালেন্ডার
 

ক্যালেন্ডারের বোটা থেকে 
প্রতিদিন খসে পড়ছে দিন।

সময়ের আঁচল খুলে 
খুচরা পয়সার মত 
খরচা হচ্ছে বয়স।

ক্যালেন্ডার ভর্তি স্মৃতি রেখে
উড়ো মেঘের মত উড়ে যাচ্ছে মানুষ।

এভাবে উড়তে উড়তে 
উজাড় হলে মানুষ;
ক্যালেন্ডার কাঁদবে দেয়ালে দেয়ালে।

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ শ্রদ্ধেয় সম্পাদক সাহেব আমার লেখা ক্যালেন্ডার কবিতাটি প্রকাশ করার জন্য।

    উত্তরমুছুন

thank you so much