আরতি
যদি আঁধারের অতলে পড়ি আমি বিরলে
তব কৃপায় নিয়ো তুলে,
সংসারের কোলাহলে তোমায় যায় ভুলে
তবু স্মরিয়ো পলে পলে।
আমি যে অবোধছলে কত যে পাতকানলে
সদা দোহিতেছি জ্বলে,
নিষিদ্ধ মোহকুলে মম বিচরণ চলে
পড়ি কুহক কবলে।
মোর পদ যুগলে বেঁধে প্রেম শিকলে
এ সংসার মহলে,
তোমারই অনুকুলে ফেরাও গো অর্গলে
তব প্রণয় ছায়াতলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much