২৫ অক্টোবর ২০২১

রুবিনা




শান্তির পায়রা 


বৃষ্টি বর্ষণশীল, জন্মাল অরন্য, সাগর, পাহাড়,
পৃথিবীর সোপান হলো মাটির কৃতজ্ঞতা। 
শুরু হল কালের যাত্রা.... 
অতঃপর মহাকালের গহ্বরে প্রবেশ করে ক্রোধ, প্রতিশোধ,  
চক্রাকারে মানুষের শোভা যাত্রায় আমিত্ববোধ। 
অবলীলায় চলছে সক্রিয় অপেরার পালা, 
লেগে থাকে ঠোঁটে কুড়ানো হাসির মহড়া।
উদাহরণ স্বরূপ, তুখোড় সব মানবতার ইতিহাস, 
আদি থেকে  জ্বলছে তো জ্বলছে রতি হ্রাস। অনুভূতিহীন বাক্যগুলো অসমাপ্ত প্রতিক্রিয়া, 
অবশেষে রাতকে দিনের আলোয় দেখার অপচেষ্টা। 
বোবাকালা মানুষ গুলো অনেকটা রোবটের মত যান্ত্রিকতাবাদ,
বিকল মস্তিষ্কের স্নায়ুকোষে মুদ্রিত মুদ্রার
আবাদ। 
যাপিত আনন্দ, উচ্ছ্বাস, বিশ্বায়ন নিয়ন্ত্রিত হয় রিমোট কন্ট্রলে,
মহা কালের অত্যাধুনিক যাত্রা শুরু, আকাশ প্রযুক্তির উৎকর্ষে।
তথাপি.. 
এক ঝাক শান্তির পায়রা উড়ে আকাশে, 
মহাকাব্যের সৃষ্টি হল লাল কালি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much