২৫ অক্টোবর ২০২১

জি,এম,লিটন




বন্ধু


দুধের স্বর যেমন করে--
দুধকে ঢেকে রাখে,
প্রকৃত বন্ধু হলে কেউ--
তেমনি পাশে থাকে।

বন্ধুত্বের সম্পর্কে থাকলে-
বিশ্বাস,ভালোবাসা আর যতন,
ফাটবে না,ভাঙ্গবে না,সেই সম্পর্ক,
থাকবে ইস্পাতেরই মতন। 

ছলনাময়ী এই দুনিয়ায়--
বন্ধু চেনা দায়।
বন্ধুত্বেরই হাত বাড়িয়ে--
সকল কিছু,লুটে নিয়ে যায়।

প্রকৃত বন্ধু পাওয়া গেলে--
অনেক কপালে ফুল ফোঁটে।
বন্ধুর কারণে বন্ধুর আবার--
জীবনহানিও ঘটে। 

ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব নাকি--
এই জমানায় হয়,
আমি বলি,আগুনের পাশে মোম--
কভু নিরাপদ নয়।

মিষ্টি হাসি লেগেই থাকে,
স্বার্থপর বন্ধুর ঠোঁটে। 
গাছের ফলটি খেয়ে বন্ধু,
গাছের গোড়া কাটে। 

পিতামাতার মত বন্ধু,
এই দুনিয়ায় নাই।
শত বিপদের মাঝেও তারা--
দিবে তোমায় ঠাঁই।
 
সহধর্মিণী,সন্তানদের সাথে,
কেউ যদি বন্ধুত্ব করে।
জেনে রেখ, স্বর্গীয় সুখ--
বিরাজ করবে সেই ঘরে। 

সৃষ্টিকর্তার সাথে কেউ--
যদি বন্ধুত্ব করে,
সুখে যাবে সেই জীবন, 
যাবে পূন্যেয় ভরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much