২৫ অক্টোবর ২০২১

ফরমান সেখ





বন্ধু আমার প্রিয়ার সাথে

       

পূর্বাকাশে  রবি ওঠে
চারিদিকে  আলোকিত,
বন্ধু আমার, প্রিয়ার সাথে
হয়েছে আজ  অবির্ভুত।

মিলেমিশে  খায় যে খানা-
পাশাপাশি  গোলটেবিলে,
হেঁসে ভাসায়  আনন্দতে
গল্প জমায়  দুজন মিলে।

কি হয়েছে  ফোনে কথা-
উদাত্ত মনে  নিশিরাতে,
সে কথা আজ  সামনা- সামনি
উঠেছে আজ  জম জমাটে।

কথা তাদের  ভাসছে যেন-
ভালোবাসার  বাঁশির সুরে,
চোখের কোণে  ফুটছে যেন-
সর্ষের ফুল  দিন-দুপুরে।

প্রিয়া বলে, তুমি আমার-
ভালোবাসার  প্রিয় হরি,
বন্ধু বলে, তুমি প্রিয়া-
আমার ডানা  কাটা পরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much