আবার আকাশ ঢাকছে মেঘে, আবারও হবেই বৃষ্টির রিম ঝিম শব্দ বাড়ির আনাচে কানাচে I নীলাকাশ ঢেকে দিলো কালো মেঘে I সবদিক হোলো অন্ধকার I না দেখে কিছুই বলা যায় না I না দেখলে ভাব ও আসে না বর্তমান ও ভবিষতের I এতো চিরসত্য I সন্ধ্যার চা এসে গেলো এখুনি I রাস্তায় আলো জ্বলে উঠলো, জললো আলো মন্দিরে I মোনে হয় এখুনি বৃষ্টি নামবে I একি অনাসিস্ট্রি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much