২৮ অক্টোবর ২০২১

কাউসার আলী ( সিডনি অষ্ট্রেলিয়া )




অনুভবের অনল 


কত দুরের পথ, তবুও পথ চলা,
শ্রান্ত নয়নে চেয়ে থাকা ।
আঁকা বাঁকা মেঠো পথ,
মস্তিস্কের কুটিলতায় বিরামহীন অপেক্ষা !
আঁটসাঁট বাঁধি মন,
যৌবনের ঝাউবন জৌলসতার।
আবৃত্তে ঝলসানো সাটার খুলে অপলক,
দেখি তেল চিটচিটে গহীন সুখ রুদ্ধ!!
ফুল ফোটাবো সন্তে মার্চের হানাদার,
কালো আঁধারের প্লাবিত শুষ্ক কপল। 
তবুও ভাঙে না বাঁধ-
দুকূলের পাঁড় বেশ পুরু!
এলোবাতাসে উড়ছে পরাজল,
চুষে নিয়ে হয় ঝিঙ্গেল।
কায়ার মাঝে হিয়া, হিয়ার মাঝে পাষাণ,
জল বিনে জানি নিভেনা অনল;
জল অনলে হৃদয় দহন!!
রবি শসির খেলার মাঝে চোখ ধাঁধানো,
রঙিন চশমা বিহনে-
অদ্য উন্মোচিত ভূ-মন্ডলের মরিচিকার থুপ্পা।।
যতকাল বুনিছে হৃদয় বাবুই পাখির বাসা,
অতি যত্নে লালিত পরক্ষণে ঠুনকো নিগুড় ভালোবাসা
ফুরাবে না পথ জানি, দিতে হবে দিগন্ত পাড়ি ।
বটমূলের শীতল ছায়ায় অবসাদের সুখ পেতে-
নীলিমার নীলপরী স্বপ্নের বারতায় বুলি দ্ব্যর্থহীন,
সময়ের চাহিদা যেখানে মূখ্য !!
পবিত্র ভালোবাসা, স্বতীত্ব সেখানে অর্থহীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much