অপেক্ষা
প্রজার স্বপ্ন ভঙ্গের পরেও
বিশ্বাসঘাতক রাজা পাশাতেই ব্যস্ত।
নিরুপায় মধ্যবিত্ত
আলু, পটল অথবা ধান গমে নিরাশ বারোমাস,
স্বচ্ছলতা নেই কোথাও কানাকড়ি।
প্রেমে একলা চল নীতি একেবারেই মূল্যহীন
ন্যূনতম দুজনকে চলতে হয় হাতে হাত রেখে।
কেউ কেউ পা চাটা কুকুর পোষে
কেউ কেউ পা চাটা কুকুরও হতে চায়
উচ্ছিষ্ট ক্ষমতার লোভে।
উন্নয়ন অনেক হয়েছে,
উন্নয়নের রোশনাই ঝলমল করছে চতুর্দিকে,
তবুও বৃদ্ধ বাবা- মা অবহেলায়
বীতশ্রদ্ধ হয়ে চলে যাচ্ছে
অসীম আকাশে।
প্রজারা কাতর রাষ্ট্রীয় অ্যাজমায়।
একটি ঘুড়ি হাতে অবোধ বালক বসে আছে
মৃয়মান সবুজ দিগন্তে
আকাশে বাতাসের বালাই নেই
তবুও নিরন্তর অপেক্ষা রোজ।
Bah! Mashallah uncle
উত্তরমুছুন