কুলষিত
তাজা ফুলে গাঁজার গন্ধ
কেউ পারেনা বলতে
ভালো মন্দ বলতে গেলে
দেয়না কভু চলতে।
সমাজ করে খুব কুলষিত
হর হামেশা নিত্যে
সত্যে কথার ধার ধারেনা
থাকে নির্ভীক চিত্তে।
লুটতে গিয়ে পয়সা কড়ি
হয়ে যায় হন্য
ভাতের জন্য জাত মারিয়া
নিজে হয় ধন্য।
গলায় ধরে মারে টিপা
বুকে পাথর চাপা
কষ্ট গুলো যায়না দেখা
যায়না কভু মাপা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much