০৬ সেপ্টেম্বর ২০২১


জীবন পাতা


জীবন পাতায় প্ৰতিদিন দেখি কত কথা কাহিনী

জীবন চলাৱ পথে পথে শেষ কিছু ই তো ভাবিনী।

সময়েৱ সাথে উকি দেয় কত ফেলে আসা গল্প কাহিনী

একটিবাৱ খুজিনি কখনো হাৱিয়ে যাচ্ছে সময়েৱ 

হাসি আনন্দ ব্যথা ধ্বনি ।


জীবনটিকে এতো আদৱ স্বপ্ন ভৱা শেষ নেই

বাকি সব না দেখাৱ চাহনী-

জীবন যে শুধু কল্পনা কাহিনী

মানুষ বলতে কিছু ই বুঝিনি।

দৱজা খুলে প্ৰতিদিন খুজি

নতুন এক পৃথিবী

কত প্ৰশ্ন থেকে ই যাবো

আমাৱ কিন্তু আমিই নি?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much