বুলি
কথা কাজে নাই যে মিল
বিষে ভরা দেহের দিল।
সকাল সন্ধ্যা মিথ্যা বুলি
সত্যটা তাই যাচ্ছি ভুলি।
করছি যতই স্বর্ণ চাষ
গজায় শুধু মুলি বাঁশ।
শুনে বুলি একালা চলি
ফর্সা মুখে মাখছি কালি।
সোজা পথে হোচট খাই
বাঁকা পথে সুখ কুড়াই।
গুরুর সাথে দিনে রাতে
তাতেই হয় কেল্লা ফতে।
খাচ্ছি দাচ্ছি দারুণ বেশ
দিনের কর্ম রাতে শেষ।
তোমরা বাপু হিংসা ছাড়
আমার মত দেশটা গড়।
গুরুর সাথে মিলাও তাল
পালটে যাবে তোমার হাল।
খুব সুন্দর কবিতা
উত্তরমুছুন