০৬ সেপ্টেম্বর ২০২১

দিলারা রুমা ( ইংল্যান্ড )


পরম সুখ


নীল আসমান দেখো কত বিশাল 

হিমেল হাওয়া গা জুড়িয়ে যায়

 আষাঢ়ে স্রোত বর্ষার ঝণঝনানি 

সব ভালো লাগে যদি তুমি পাশে থাকো।


তুমিতো সবুজ পৃথিবী 

তুমিতো ভালো থাকা ভালো রাখা 

মুক্ত বিকেল আমার।

তোমাকে নিয়ে ভেসে যাই 

সীমানার ওপাড়ে 

তোমাতে রাখি আমার সাত সমুদ্র স্নেহ বন্ধন। 


পাখিদের গান ফুলের ঘ্রাণ 

প্রকৃতির চিরচেনা রূপ ফিরে পায়

তোমার স্পর্শে। 


দিলাম খুলে হৃদয় দোয়ার 

এখানেই কবিতা লিখো 

পরম সুখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much