০৬ সেপ্টেম্বর ২০২১

উম্মে হাবীবা আফরোজা


 

বিলুপ্ত মনুষ্যত্ব 


 আমি মানুষ দেখেছি, আবার অমানুষ ও দেখেছি, 

দেশাত্মবোধ দেখেছি,আবার দেশদ্রোহী ও দেখেছি।

রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যের পতাকা তলে সামিল হতে দেখেছি,আবার দেখেছি দলীয় স্বার্থে ব্যক্তিস্বার্থে উগ্রবাদী হতে।


আমি মানুষ দেখেছি, আবার অমানুষও দেখেছি, ক্ষুধার্ত অসহায় মানুষদের এক থালায় বসে ভাগাভাগি করে খেতে দেখেছি,

আবার তাদের সেই মুখের খাবার কেড়ে নিয়ে লুটপাটও হতে দেখেছি।


আমি মানুষ দেখেছি,আবার অমানুষও দেখেছি,

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই নীতিতে রক্ত বিসর্জন দিয়ে নিবেদিত প্রাণ দেখেছি,

আবার এইও দেখেছি কিভাবে মানুষের রক্তে মানুষের হাত রঞ্জিত হয়ে কলুষিত হতে।

আমি মানুষ দেখেছি আবার অমানুষ ও দেখেছি,

কন্যাদায়গ্রস্ত পিতাকে যৌতুকের কাছে  বলির পাটা হতে দেখেছি, আবার সেই মাতৃতুল্য নারীকে এই সমাজ সভ্যতাকে দেখেছি বেশ্যা ও পণ্য  বানাতে।

আমি মানুষকে বাঘের বাচ্চা হয়ে উঠার তীব্র  বাসনা দেখেছি, কিন্তু সত্যিকারের মনুষ্যের বাচ্চা হওয়ার আঙ্খাক্ষা খুব কমই দেখেছি, আমি মানুষ দেখেছি আবার অমানুষও দেখেছি কিন্তু পৃথিবীর মানচিত্রে মনুষ্যত্ববোধ খুব কমই দেখেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much