০৬ সেপ্টেম্বর ২০২১

সাহা শোমী



নীল নিঃশ্বাসে



আলো বাতাস মনে মেখে

চলরে জীবন বাঁচি।

ঝিমিয়ে গেলে বুঝবে কেমনে?

মোরা মনে প্রাণে বেঁচে আছি!


মন যে বড়ই অভিমানী

কেবল আদর পেতে চায়।

আকাশ হতে রোদ নিয়েছে

মাখবে মন, মনের গায়ে।


রোদেলা মনে রামধনু রঙ,

দিয়েছে জীবন এঁকে।

তাই যে আজ উত্তাল প্রেম

দেখছি পৃথিবীর চোখে।


বাগদানে ব্যস্ত বর্ষা,

অন্তরে অনন্ত কথা।

বসন্ত এলে লাল পলাশে 

মন রাঙায়ে,ভোলাবে মনো ব্যথা।


খুঁজলে পরে একটু আধটু

আমাকে এদের মাঝেই পাবে।

আলো ছায়ার পায়ে পায়ে

নীল নিঃশ্বাসে মিশে, থাকবো নীরবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much