০৬ সেপ্টেম্বর ২০২১

 




নারী ভাবনা


হে নারী ! মন তোমার সিদ্ধান্ত তোমার
আকাশে মেঘ জমেছে,একটু পরে বৃষ্টি ঝরবে 
ছাতা ব্যবহার করবে কিনা সেটিরও সিদ্ধান্ত
তোমার একান্ত নিজের ! 
আকাশ পাখি তুমি নিজেই ,জানো কি করবে !

বৈশাখী ঝড় বৃষ্টি বাদল যাই হোক 
ঘরে ফিরবার সুযোগ নেই , 
তুমি তোমারই মত
যে ভাবে চলছো , এগিয়ে চলো ! 
ভাববে আর কত

অধম ভেবো না উত্তাল তুমি পিছু ফিরবে না ,
বাধা আসুক শত
হে নারী ! সতত মুক্ত তুমি 
ফিরিবার পথ নেই ! গন্তব্যেও দূরে নেই ! 
তুমি তোমারই মত!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much