কবি শঙ্খ ঘোষ এর স্মরনে
অ্যাকাডেমি(১৯৭৭) পুরস্কার প্রাপ্ত দুই বাংলা প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ ওরফে চিত্তপ্রিয় ঘোষ আর নেই।খবর টি টেলিভিশন এর পর্দায় দেখে চমকে উঠেছিলাম।দেশে আবারো নক্ষত্র পতন , অপূরণীয় ক্ষতি কারণ মারণ ভাইরাস কোভিড-১৯। কবির মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধান মন্ত্রী ,কবি সাহিত্যিক , সকল শ্রেনীর মানুষ ও সাহিত্য প্রেমী দের।বিশ্ব বরন্যের এই কবি জন্মসূত্রে অখণ্ড ভারতবর্ষের বাংলাদেশের চাঁদপুর গ্রামের হলেও তাঁর ছাত্রজীবন ও কর্মজীবন আমাদের দেশে সিমাবদ্ধ। কলকাতার বিভিন্ন কলেজ সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় , দিল্লি বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁর কর্মস্হল।
পেশায় অধ্যাপক হলেও নেশায় তিনি একজন বাস্তববাদী কবি সাহিত্যিক ছিলেন।তার লেখায় ফুটে উঠতো সমাজের বিভিন্ন চিত্র।এই সাহিত্য কলার জন্য তিনি ১৯৯৯ সালে দেশিকোত্তম সম্মান,২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার ও ২০১১ সালে দেশের সর্বোচ্চ সম্মান *পদ্মভূষনে* তিনি সম্মানিত হন।এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে দুইবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার,রবীন্দ্র পুরস্কার সহ অন্যান্য অনেক পুরস্কার।
বেক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সৎ দার্শনিক এর মতো।ছাত্র-ছাত্রী দের সাথে তার বন্ধুত্ব সুলভ আচরন,সহকর্মী দের সাথে সখ্যতা ও নতুন কবি সাহিত্যিক লেখক দের অভিভাবক হিসেবে তার খ্যাতি ছিল চোখে পড়ার মতো।তার মৃত্যু টা যেন সাহিত্য জগৎ এ মহা-বটবৃক্ষের পতনের মতো।অনেকেই তাকে *জাতির বিবেক* বলে অভিহিত করেন।
তাঁর উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম "বাবরের প্রার্থনা" ,"মূর্খ বড় সামাজিক নয়", "পাঁজরে দাঁড়ের শব্দ" , "দিনগুলি রাতগুলি" ও গান্ধর্ব কবিতা গুচ্ছ প্রমূখ।
রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ হিসেবেও এই কবির খ্যাতি আকাশ ছোঁয়া।*ওকাম্পোর রবীন্দ্রনাথ* আজো গেঁথে সকলের হৃদয়ে ।তাঁর বড় গুন যেটা বরাবর আমাকে অনুপ্রাণিত করে এসেছে সেটি হলো রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবর সোচ্চার ছিলেন তিনি।
৮৯ বছর বয়সে আজ তার প্রয়ান।জন্ম গ্রহন করলে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে এটা নিশ্চিত।তিনিও তাঁর বেতিক্রমি নন।আজ একটু অন্যের ভাষায় বলি
"তুমি চলে গেছো আজ
ফিরবেনা আর কভূ স্বশরীরে
তবুও তুমি থাকবে চিরকাল
সারা বিশ্ববাসীর হৃদয় মনিকোঠারে ।"
শেষে শুধু এটুকুই বলার হে মহান সাহিত্য বিপ্লবী আপনার পবিত্র আত্মার স্বর্গবাস হোক এই কামনা করি । জগতে আপনি রবেন সকলের অন্তরে চির উজ্বল ধ্রুবতারার মতো।
-----------–💐------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much