কবি শঙ্খ ঘোষ স্মরণে
থেমে যায় কতো ছায়াপথ
আকাশে আজ অকাল শ্রাবণ
বাতাসের চোখ দুটি ভারি ভারি
সাহিত্যে আজ আরেক উজ্জ্বল নক্ষত্র পতন
ভেসে যাবে ভেলা দূর থেকে দূর
নিষ্পলক চোখ সময়ের ক্যানভাস
চুপিসারে ভোর আসে
আশীর্বাদের হাতটা রেখো মাথার ওপর
অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much