২১ এপ্রিল ২০২১

মিলন ভৌমিক




শ্রদ্ধাঘ্য


প্রিয় কবি শঙ্খ ঘোষ।।।

"বিশ্ববাসী শোকস্তব্ধ, বাকরুদ্ধ

তুমি আজ শায়িত,

আকাশে বাতাসে হাজারো মানুষের

কান্নার ধ্বনি,  আজ নেই কাছে।

বিষাদের ছায়া শোকে বিহ্বল

দেখতে পাবেনা অমর সৃষ্টি।

পুরাতন কবিতা বন্ধুত্ব করবে

চিরদিন মানবের সাথে,

থাকবে বিশ্বময় অমর হয়ে।

জীবন মানে অনিশ্চয়তা

জীবন মানে নানান অনুভূতি,

এই নিয়ে আমরা বেঁচে আছি।

বিশ্ব আজ মারণ ভাইরাসে

মানুষ গৃহবন্দী,

হৃদয় জুড়ে থাকবে তুমি

নূতন ভারত গড়ি।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much