২১ এপ্রিল ২০২১

পূর্ণিমা ভট্টাচার্য




নীরব শঙ্খ


শব্দ কথার মায়াজালে

ভরা ছিল শঙ্খ খানি,

ঊর্মিমালীর বক্ষ থেকে

পেয়েছি অমূল্য সব রত্ন মণি।

    উঠতো বেজে ছন্দ লয়ে

   ভরতো সভা প্রাঙ্গণ

   স্তব্ধ যে আজ শঙ্খধ্বণি

   শোকের আচ্ছাদন।

না ফেরার দেশে দিলেন পাড়ি,

দূরে অনেক দূরে,

শব্দ তরঙ্গ ফেনিল হবে‌

দিশেহারা শঙ্খ ঝড়ে।


কবি তোমাকে সশ্রদ্ধ প্রণাম 🙏..টুকুন..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much