২১ এপ্রিল ২০২১

অর্পিতা মান্না




তিরোধানে আজ সাহসী কলম

 (কবি শঙ্খ ঘোষের শ্রদ্ধায় )


কাব্য বেঁধে শব্দ বুনে,

বেঁচে থাকা এক বুক ।।

আজ কেবলই চললো একা,

রইলো পরে সুখ ।।

আমরা তারই বাঁধন হবো,

আজ থাক সেই কথা ।।

শ্রদ্ধা রাখি, নত মস্তকে,

স্মৃতি হোক মৌনতা ।।


সাহিত্যের এক পাঁজর গেলো,

স্তব্ধ কবির হৃদয়।।

শঙ্খ কলম থমকে গেলো,

বিষাদ সূর্যোদয়।।

কবি তুমি আজ অশ্রু দিয়ে,

রাখলে আঁধার চোখে ।।

সৃষ্টি তোমার অন্তরে নিয়ে,

আজ আমরা শোকে ।।


মৃত্যু এবার শান্ত হও ,

অশ্রু বিন্দু ফেলো ।।

খোঁজ রাখেনা নিয়তির ঘর

কে গেলো কে এলো ।।

আমরা কেবল মুখ গুঁজে চলি,

কর্ম করি নিজের ।।

হত্যা করি, ধ্বংস করি

ধার ধারি না লাজের ।।


ভালো থেকো তুমি তারার দেশে,

সেখানেও লিখো প্রাণ ।।

কবিতার খাতা, কলমের হোক,

সৃষ্টিতে হোক স্নান ।।

অক্ষত থাক তোমার স্মৃতি

অক্ষর অন্তরে,

জন্ম নিও আবারো কবি,

কবিতার বালুচরে ।।


1 টি মন্তব্য:

thank you so much