২১ এপ্রিল ২০২১

মমতা রায়চৌধুরী




সবার মননে শঙ্খ 

(শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের অমৃতলোকের যাত্রায় শোকস্তব্ধ হয়ে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধায় আমার কবিতা )



যখন চারিদিক ভয়াবহ প্রতিকূলতায়,

মানুষ বড়ই অসহায়।

চিল শকুনরুপি সাম্রাজ্যবাদী শক্তির

 দাপটে বেঁচে থাকা নিরর্থক।

অসহায় ,বঞ্চনা, সংশয়ে দিশেহারা মানুষ,

তখন আশাহত মনে প্রস্ফুটিত 

'পাঁজরে দাঁড়ের শব্দ', 'প্রহর জোড়া ত্রিতাল' 

'সকাল বেলার আলোয় ' আয় আরো বেঁধে বেঁধে থাকি' র  অপরাজেয় শঙ্খ ঘোষ।

আজ অতিমারী ছিনিয়ে নিল নির্ভীক শঙ্খ,

যাত্রা হল  সীমাহীন অনন্ত পথে।

অমৃতলোকের যাত্রা হোক শুভ, 

সকল প্রতিকূলতা হোক পরাভূত। 

আমরাও জেগে উঠি' বাবরের প্রার্থনা', 

'আয় আরো বেঁধে বেঁধে থাকি 'র দৃঢ় প্রত্যয়ে 

নির্ভীক সৈনিক মননের শঙ্খে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much