২১ মার্চ ২০২১

মুন চক্রবর্তী




আমি আর তুমি 


অনেক দূরে হাঁটছি আমি আর তুমি 

পাশাপাশি  শব্দের নৈসর্গিক ভালোবাসায়

মৌণ মায়াজাল মাকড়সার শিল্প আর শিল্পীর

হাজার কিলোমিটার রাস্তা পার করে নিঃশব্দে 

ভাবনাগুলো এক মঞ্চে উচ্চারিত পৃথিবী 

দূরের কথারা কাছে আসে কবিতায় 

 রাত্র নিশিথে অজনার টানে পাতায় আলিঙ্গন করে

 শব্দেরা রামধনু হলে আমি আর তুমি কবিতার কাছে আসি--কাছে আসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much