আদর
শীতের আদর, গরম চাদর
কাঁচা ঘুম, ভাঙা চোখ ।
বুক ছোঁয়ানো, নরম ঠোঁটে
আদরের জয় হোক ।।
বোতাম ভাঙা, সাদা জামা
লিপস্টিকে হল লাল ।
ব্যস্ত অফিস, গরম টিফিনে
আদুরে সাতসকাল ।।
রোদে পিঠ পাতা, ছুটির দিন
অগোছালো শাড়ী, সেফটিপিন।
ঘুরতে যাওয়া, কফির ভাঁড়
আদুরে হাঁটা, রাস্তা পার ।।
মাথায় বালিশ, হাজার নালিশ
খুনসুটি মাখা, কান ফিসফিস ।
কপালে চুমু, ঘুমে মাখা চোখ
আদরের জয় হোক।।
প্রেমময় কবিতা মুগ্ধ হলাম
উত্তরমুছুন