২১ মার্চ ২০২১

মমতা রায়চৌধুরী



চিরসাথী কবিতা


কবিতা তুমি আমার,

ভালবাসার ভাললাগার,

মনের চাবি কাঠি।

দুঃখ যন্ত্রণা অবসানে

এক পশলা বৃষ্টি।

আবার দগ্ধ মনে

হারিয়ে যাওয়া বসন্তে,

ফিরে আসো  মনে 

হাজারো রঙে প্রতিচ্ছবি।

কবিতা তাই তুমি আমার,

ভালোবাসার গহন মনের

চোরা কুঠুরির চিরসাথী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much