২১ মার্চ ২০২১

মিলন ভৌমিক


 


সুন্দরবন


বাংলার দখিন প্রান্তে

বিখ্যাত বন নাম সুন্দর বন.

দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে

অসংখ্য নদ নদী

বিরাজ করছে অরন্য সুন্দরী.

বিষধর সাপের সাথে

ধূত শিয়ালের খেলা,

রয়্যাল বেঙ্গল টাইগারের

বাসভূমি এটা.

অনেক দ্বীপ রয়েছে

নদ নদীর ভিতরে,

জনমানবহীন হয়ে.

 নাম না জানা পাখিরা 

রাজত্ব  করছে ,

মনের কথা বলে.

জীব জন্তুর দেশ

ভীতরে ঢুকতে নিষেধ.

নয়নাভিরাম প্রকৃতি দেখে

মন যাবে ভরে,

ইচ্ছা হবেনা আসতে.

প্রকৃতি প্রেমিকের অভাব নেই

এই পৃথিবীতে,

সব প্রেমিকের জায়গা এখানে.

নৌকা বিহার বড়ই ভালো

যদি থাকে প্রাণের মানুষগুলো.

নিম'ল আকাশ বাতাস

গভীর জঙ্গল, মিলে মিশে,

এযেন মানুষের মিলন.

কোনা জালে ,

রুপালী মাছ দেখে

আনন্দ লাগে মনে.

জেলে যদি পরে যায়

বাঁচবে কিভাবে ?

কুমির ও কামটের  হাত থেকে.

বাঘ কে দেখতে

ইচ্ছা ছিল মনে,

বাঘ দেখতে পেলো সবাইকে.

দিন দিন নৌকায়

বাড়ছে দুষণ,

সরকারের দৃষ্টি প্রয়োজন.

বিশেষ পযাটক কেন্দ্র

গড়তে হবে এখানে,

পৃথিবীর পযাটকরা

দেখবে মানচিত্রে.

( কল্পনা সঠিক, সুন্দরবন সম্পর্কে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much