২১ মার্চ ২০২১

সৌমিত বসু

 



মায়া বৌ - ৭১


বন জঙ্গলের ভেতর পড়ে রইলো আমাদের বাড়ি

গৃহপ্রবেশ হয়ে উঠলোনা আর

অনেক যত্নে পাতা দিয়ে তৈরি করা ঘর

ওপরে গোলপাতার ছাউনি

যার ফাঁক দিয়ে চাঁদ এসে 

দুটো শরীরে ঘটিয়ে দিতো দেহপ্রবেশ

মাঝরাতে অলৌকিক জ্যোৎস্নায়

সমুদ্রের তীর ধরে ছুটে চলা, 

কাঁধের ওপর মেয়ে

তারপর ধীর পায়ে 

নেমে যাওয়া সমুদ্রের ভেতর।


প্রতি পূর্ণিমায় সমুদ্র যখন 

ফুঁসে ওঠে উন্মাদের মতো

ঝাউজঙ্গলের ভেতরকার বাড়ি 

অনবরত ডেকে চলে আমাদের

আর দু-ডানা ছড়িয়ে 

পাড়ে পাড়ে কেঁদে চলে গৃহপ্রবেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much