বসন্ত চলিয়া যাইবে
বসন্ত চলিয়া যাইবে, আসিবে আবার I
যৌবন চলিয়া যাইবে, আসিবে না আর I
পাতা তো গড়িবে ঝরিয়া এ বসন্তে I
মিশিবে মাটিতে I
এটা কোনো যন্ত্রনা নয় I
নতুনের আহ্বান, আবার ফুল ও পাতা গজিবে I
পুরানো পাতারা পাবে মুক্তির অনাবিল আনন্দ I
আর আনন্দ লাভ ই তো আমাদের প্রধান উদ্দেশ্য I
ইচ্ছে ডানা মেলে যাও সুদূরের সন্ধানে I
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much